বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নদীগর্ভে বিলীন, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৭:১০

ফরহাদ আকন্দ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামে ঘাঘট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেলেও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আসন্ন বর্ষা মৌসুমে ওই গ্রামের বাঁধ ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ায় মানুষ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, বছরের পর বছরের অব্যাহত ভাঙ্গনের ফলে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামে বাঁধ গত বছর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের উদ্যোগে তৈরি করা কিছু অংশে কাঠের সাঁকো দিয়ে মানুষ চলাচল করছে। কিন্তু মোটরসাইকেল, রিকসা-ভ্যান ও ট্রলিসহ অন্যান্য বড় যানবাহন চলাচল করতে পারছে না।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, আপাতত সাদুল্লাপুরে বাঁধ মেরামতে কোন উদ্যোগ নেই। তবে আগামী বছরে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা পাওয়ার কথা রয়েছে। সে টাকা পাওয়া গেলে সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বাঁধগুলো মেরামত করা হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত