প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল পাল্টানোর প্রতারণা, গ্রেপ্তার ২

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৮, ১৬:১০

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল পাল্টে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

১৬ এপ্রিল (সোমবার) গভীর রাতে নগরীর দামপাড়া এক নম্বর গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান।

গ্রেপ্তার মো. আফজাল (২১) চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।  আর মো. আব্দুল্লাহ ফাহিম (১৯) একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ছেন।

আশেকুর রহমান জানান, ‘গ্রেপ্তার দুজন এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল, এমন অভিযোগ রয়েছে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর