বগি লাইনচ্যুত: নিহত চার

প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৮, ১৫:২৮

সাহস ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

রবিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পাশের লাইনে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুতের ঘটনায় চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

সাহস২৪.কম/রনি/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত