আ. লীগে কোন্দল সৃষ্টিকারী নেতাদের নির্বাচন থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৮, ১৩:০০


আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত এমপিদের বাদ দেওয়ার কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশেষ করে যারা দলীয় কোন্দল সৃষ্টি করেছেন তাদেরকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি।
গত ৩১ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওই সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের ব্যপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
জানা যায়, দলের ভেতরের কোন্দলকে দলের জন্য বড় সমস্যা বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যেসব নেতা, এমপি, মন্ত্রী অবস্থান নিয়েছেন তাদের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না।
আওয়ামী লীগের সিনিয়র নেতারা জানান, বিগত সময়ে বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের অনেক এমপি, এমনকি মন্ত্রীরাও দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন। এদের কেউ কেউ অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং সৃষ্টি করে নিজেদের পছন্দমতো প্রার্থী দাঁড় করিয়েছেন। আবার অনেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ না করে ওই প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এই ব্যাপারে দলের সভাপতি শেখ হাসিনা সভায় বলেন, যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করেছেন তারা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না। আমার হাত দিয়ে ভবিষ্যতে কখনও তারা নৌকার মনোনয়ন পাবেন না।
বিতর্কিতদের তালিকা তৈরি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দলের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরউল্লাহকে প্রধান করে গঠিত এই কমিটিতে দলের চার যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। এই কমিটি এরই মধ্যেই কার্যক্রম শুরু করেছে এবং বিভাগীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিজ নিজ বিভাগের তথ্য সংগ্রহ করছেন। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
সাহস২৪.কম/রনি/ আল মনসুর
- বাচ্চু, তাবিথ আউয়াল, এ কে আজাদকে দুদকে তলব
- এলএনজি আমদানির প্রথম চালান নিয়ে মহেশখালী ভিড়েছে ‘এক্সিলেন্স’
- খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে পরিবারের ৫ সদস্য
- তুরাগ বাসে যৌন হয়রানি: ৩ জনের রিমান্ড
- জুলাই মাসে চালু হচ্ছে ই-পাসপোর্ট
- এই প্রযুক্তি আপনার নেটের গতি ১০০ গুণ বাড়াবে
- রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ২৮২০ মামলায় ২৩ লক্ষাধিক টাকা জরিমানা
- ছেলেকে ক্রিকেটার বানাতে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাবা
- টরেন্টোতে গাড়ি হামলায় নিহত ১০
- রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণ আসছে মে মাসে
- এলএনজি আমদানির প্রথম চালান নিয়ে মহেশখালী ভিড়েছে ‘এক্সিলেন্স’
- আবারো সাদা পোশাকে মাশরাফি
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড
- সালাহকে আটকাতে ‘বিশেষ কৌশলী’ রোমার
- হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন জর্জ এইচ. ডব্লিউ. বুশ
- শেখ হাসিনার নেতৃত্বে ভূয়সীঁ প্রশংসায় নরেন্দ্র মোদি
- বিশ্ব একাদশে সাকিব-তামিম
- চীনে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু
- ছেলেকে ক্রিকেটার বানাতে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাবা
- আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়