কোটা বহালের দাবি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৮, ১৮:০২

সাহস ডেস্ক

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

আজ শুক্রবার (১৩ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানোর পাশাপাশি রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের সন্তানরা যাতে সরকারি চাকরিতে ঢুকতে না পারে, সে ব্যবস্থা দেওয়ার দাবি জানান বক্তারা।

আন্দোলনকারীদের ভুল বুঝিয়ে কোটা সংস্কারের আন্দোলনে নামানো হয়েছে এমন অভিযোগ করে তারা বলেন, এই আন্দোলনে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল চক্রান্তকারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলাকারীদের বিচারের দাবিও জানান মুক্তিযোদ্ধার সন্তানরা।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত