নববর্ষে ডিএমপির নির্দেশনা

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ১৭:২১

সাহস ডেস্ক

এবার পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে বর্ষবরণে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার  আছাদুজ্জামান মিয়া।

পয়লা বৈশাখের অনুষ্ঠান মহানগরীতে উন্মুক্ত স্থানে হবে। বিকলে পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। তবে রবীন্দ্রসরোবরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের  অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। মঙ্গল শোভাযাত্রা কেন্দ্র করে চারপাশে নিরাপত্তাবলয় দেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার।

মাঝখানে কেউ এসে মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে পারবে না বলেও জানান। কেউ মুখোশ ব্যবহার করতে পারবে না। মুখোশ হাতে ধরে রাখতে পারবে।  যাদের হাতে মুখোশ থাকবে, তাদের তালিকা চারুকলা থেকে দেওয়া হবে। 

ভুভুজেলা ব্যবহার করা যাবে না। এ ছাড়া কোনো ধরনের ভ্যানিটি ব্যাগ, ট্রলি, ব্যাগ, হাতব্যাগ, নেইলকাটার, দাহ্য বস্তু নিয়ে শোভাযাত্রা বা অনুষ্ঠানে ঢোকা  যাবে না। ইভ টিজিং প্রতিরোধে বিশেষ দল নববর্ষের অনুষ্ঠানে কাজ করবে। ছায়ানটের অনুষ্ঠান উপলক্ষে জোরালো নিরাপত্তা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত