ভাঙনের কবলে মিনা বাজার

প্রকাশ : ১১ এপ্রিল ২০১৮, ১৬:২৫

নুর উদ্দিন

দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনা বাজার নদী ভাঙনের কবলে পড়েছে। পূর্ব পাড় ভাঙতে ভাঙতে ধরাধরপুর গ্রামে এসে পৌঁছেছে। বাজারের পাশে নূরপুর, ধরাধরপুর ও বাজারের বিভিন্ন অংশে হাজার ফুট এলাকা ভাঙনের কবলে পড়েছে।

সুরমা নদীর অবাধ্য কন্যা মহাসিং এর পাড়ে প্রায় ৫৫ বছর আগে গড়ে উঠে বাজারটি। ১৯৮৪ তে আক্তাপাড়া, দরগাপাশাসহ আশপাশের গ্রামের মানুষের সমন্বিত প্রচেষ্টায় নতুন রূপে বাজারটি প্রতিষ্ঠিত হয়। ছাতকের জিয়াপুর-ভাতগাঁও গ্রামের বাঁশ বাজারের কাছে চর পড়লে তাদের বাঁশের ব্যবসায় ভাটা পড়ে। এসময় সময়ের প্রয়োজনেই বাজারটি চলে আসে আক্তাপাড়া মিনাবাজারে।

স্থানীয়রা জানান, এ বাজারের বয়স পঞ্চাশ বছর হবে। বাজারের ভাঙনের জন্য তারা এখন
চিন্তিত।

বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ এল জি জামান চৌধুরী বলেন, আমরা শংকিত বাজারের সমস্যা নিয়ে। বাজারে বড় সমস্যা এখন নদী ভাঙন। এর সমাধান চাই দ্রুত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, বিষয়টি আমি নিজে পরিদর্শন করেছি। ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত কিছু একটা করার চেষ্টা করবো।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত