কাঠমাণ্ডু বিমানবন্দরে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্ত

প্রকাশ | ১২ মার্চ ২০১৮, ১৫:৩১ | আপডেট: ১২ মার্চ ২০১৮, ১৬:০৪

অনলাইন ডেস্ক

নেপালে বাংলাদেশের এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। বিএস ২১১ ফ্লাইটে ৬৭ জন যাত্রী ছিল বলে হযরত শাহজালাল (র.) বিমানবন্দর সূত্রে জানা গেছে। 

সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত বিমানের ১৭ জন আহত যাত্রীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 
ত্রিভূবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি।  ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। 

ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'আমরা নিজেরাও এখনও নিশ্চিত হতে পারিনি কী ঘটেছিল। আমাদের স্টেশন ম্যানেজারও দেশে রয়েছে। বিস্তারিত জেনে আমরা জানাতে পারবো।'

সাহস২৪.কম/আল মনসুর