ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে এক জনের যাবজ্জীবন

প্রকাশ : ১১ মার্চ ২০১৮, ১৬:৩৭

সাহস ডেস্ক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আব্দুল হককে (৪৬) হত্যার দায়ে আব্দুল খালেক (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আব্দুল খালেক বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দীনের ছেলে। 

আজ রবিবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আব্দুল হককে মারধর করে বুকে ছুরিকাঘাত করেন আব্দুল খালেক। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল হককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আব্দুল হক মারা যান। 

ঘটনার দিনই আব্দুল হকের ছেলে শাহ আলম বাদী হয়ে আব্দুল খালেককে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে স্থানীয়রা আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল করিম তদন্ত শেষে ২০১২ সালের ১৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় রবিবার এ রায় দেন আদালত।

সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত