পেকুয়ায় রিকশার গ্যারেজে অস্ত্রের কারখানা, আটক ২

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১২:১৬

কক্সবাজার প্রতিনিধি

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মৌলভী বাজার ও টইটং ইউনিয়নের সীমান্তব্রীজ সংলগ্ন নাপিতখালী এলাকায় অস্ত্র কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৭। এসময় অস্ত্র বানানোর সরঞ্জাম, কার্তুজসহ ১১ অস্ত্র উদ্ধার এবং দুজনকে আটক করেছে
র‌্যাব।

আটককৃতরা হলেন, নাপিতখালী এলাকার জাফর আহমদের ছেলে ছৈয়দ নুর, মো. হোসেনের ছেলে আবদুল কাদের। কারখানাটি তারা রিক্সার গ্যারেজ হিসাবে ব্যবহার করতো।

সোমবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

র‌্যাবের এএসপি মো. শাহালম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যার-৭ এর একটি টিম টইটংয়ের নাপিতখালী এলাকার অস্ত্র কারখানায় অভিযান চালানো হয়। সরঞ্জামসহ ১১ লম্বা বন্দুক ও টু-টু রাইফেলসহ দুইজনকে আটক করা হয়।

এদিকে অভিযানের শুরু থেকে এলাকাবাসীর মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে। এত অস্ত্র ও অস্ত্র কারখানা সন্ধান পাওয়ায় এলাকাবাসী হতবাক। বড় ধরণের নাশকতার জন্য এ অস্ত্র ব্যবহার হতো বলে এলাকাবাসীর ধারণা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত