ইভটিজিং শতভাগ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০০

সাহস ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিদের বাংলাদেশে আর অবস্থান নেই। ইভটিজিং শতভাগ নিয়ন্ত্রণে। তবে মাদক এখনো শতভাগ নিয়ন্ত্রণ করা যায়নি। আইনের সংশোধন আনা হচ্ছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদককে নিয়ন্ত্রণে আনতে হবে।

আজ শনিবার কুমিল্লার বরুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশ এখন আগের ১০ বছরের মতো নয়। দেশ এখন অনেক এগিয়ে। দেশ এগিয়ে যাবে, অন্ধকারে যাবে না। কারণ হাল ধরেছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক ইলিয়াছ কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর আলম, ডিআইজি মনিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও )মাজহারুল ইসলাম প্রমুখ।

পরে একই উপজেলার নলুয়া মনোহরপুর জুনিয়র হাই স্কুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর তিনি একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত