জামালপুরে বাস খাদে, উদ্ধার করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১২

সাহস ডেস্ক

জামালপুর সদর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারকালে বিদ্যুতায়িত হয়ে গোল মাহমুদের (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মাহমুদের বাড়ি উপজেলার মোহনপুর বেপারিপাড়ায়।

২১ ফেব্রুয়ারি (বুধবার) উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দায় এ ঘটনা ঘটে বলে ।

জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম জানান বলেন, ভোরে ঢাকা থেকে আসা বৈশাখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় এবং উল্টে পাশের খাদে পড়ে। এতে ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে তারসহ মাটিতে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত মাহমুদের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

আহতরা হলেন- শেরপুরের রহিমা বেগম (৪৫), ঢাকার উত্তরখানের খোরশেদা বেগম (৪৯) ও রশিদা (৪৮), জামালপুরের সাদীপাড়ার জাকির হোসেন (২৮), বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের সাকিব মিলন (৩৬), ইসলামপুর উপজেলার টাবুরচর গ্রামের মেহেদী হাসান (২২), ঢাকার বিক্রমপুরের শারমিন আক্তার (১৮) এবং অজ্ঞাতপরিচয় ইসরাফিল, ইয়াসিন, সুজন (২৮) ও পিংকী।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত