বাংলাদেশের গুম-খুন নিয়ে উদ্বেগ এইচআরডব্লিউ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১১:২১

সাহস ডেস্ক

নিরাপত্তা রক্ষাকারীদের হাতে আটক ব্যক্তিরা কোথায় আছেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে সংস্থাটি আটক ব্যক্তিদেরও মুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানায়।

‘বাংলাদেশ : ইনভেস্টিগেট ফেট অব ডিজঅ্যাপেয়ার্ড’ শীর্ষক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানিয়েছে।

জানা যায়, নিউইয়র্ক থেকে গত ২৬ জানুয়ারি (শুক্রবার) প্রকাশ করা এই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে জোরপূর্বক গুম ও চাপ প্রয়োগের বিষয়টি উদ্বেগের মূল কারণ হয়ে উঠেছে।

বিশেষ করে ২০১৪ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে এমন গুমের ঘটনা বাড়তে থাকে। ২০১৭ সালেই শুধু কমপক্ষে ৮০ জনকে গোপনে আটকে রাখা ও জোরপূর্বক গুম করে দেওয়ার কথা বলা হয় বিবৃতিতে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত