ইজতেমায় মোনাজাত চলছে

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১০:৪৫

সাহস ডেস্ক

ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ মানুষ গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই জড়ো হতে শুরু করেছেন। বাস, ট্রাক, ট্রেন, কাভার্ডভ্যান যে যেভাবে পারেন, শীতের তীব্রতা উপেক্ষা করে ছুটছেন ইজতেমাস্থলের দিকে।

আজ ভোরে ফজরের নামাজের পর থেকে তাবলিগ জামাতের মুরুব্বিরা বয়ান শুরু করেন। এর পর চলে হেদায়েতি বয়ান। এর শেষেই অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। এবার আরবি ও বাংলায় মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ জোবায়ের। সকাল সাড়ে ১০টা থেকে মোনাজাত শুরু হয়।

ইজতেমায় আসা মুসল্লিরা বলছেন, মোনাজাতে তাঁরা দেশ ও মানুষের জন্য দোয়া করবেন। ইজতেমার শিক্ষা আমল করে ইসলামী জীবনাচরণে তাঁরা মনোনিবেশ করবেন। আখেরি মোনাজাত শেষে ইসলামী দাওয়াতি কাজে অংশ নেবেন বলেও জানান তাঁরা।

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের যাতায়াতের জন্য রেলওয়ে বিভাগ ১৩টি বিশেষ ট্রেন চালু করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত