কুতুববাগের তোরণ ভেঙে দিলো ডিএনসিসি

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪

সাহস ডেস্ক

কুতুববাগ দরবার শরীফ প্রতিশ্রুতিরও খেলাপ করে রাজধানী ফার্মগেট আনোয়ার পার্কে ওরশ করার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি ডিএনসিসি’র নজরে এলে আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকালে অঞ্চল ৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনা স্থলে গিয়ে কুতুববাগ দরবার শরীফের সমস্ত জিনিসপত্র জব্দ করে নিয়ে যান।

এর আগে গত বছর ওরশ করার আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে তারা প্রতিশ্রুতি দেয়, এবারই (সেবার) শেষ, পরের বছর (২০১৭) থেকে ঢাকার বাইরে ওরশ করা হবে। একই সঙ্গে এখানে ওরশ করা যাবে না বলে তাদের আগের শর্ত মনে করিয়ে দেন।

কিন্তু সেই প্রতিশ্রুতির তোয়াক্কা না করে এবার ডিএনসিসি’র কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই ওরশ করার প্রস্তুতি নিচ্ছিল আয়োজক কমিটি। এলক্ষে আনোয়ারা পার্কের ভেতর অস্থায়ী মঞ্চ তৈরিতে বাঁশ ও বিভিন্ন সরাঞ্জমাদি রাখা হয়েছিল।

অভিযানের বিষয়ে অজিয়র রহমান বলেন, ওরশ করার জন্য অনুমতি নেয়নি। তাছাড়া গত বছরই তারা কথা দিয়েছিল, এই ওরশ ঢাকার বাইরে করবে। এবার আবার অনুমতি ছাড়াই করতে যাচ্ছিল বলে আমরা সব সরিয়ে নিয়ে যাচ্ছি।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত