গাজীপুর মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগ

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১২:২১

সাহস ডেস্ক

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) ভোর থেকে ওই মহাসড়কে যানজট দেখা দেয়।

ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের মাওনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় আজ ভোরে একটি ট্রাক নষ্ট হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল থাকায় অনেক স্থান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গী, চেরাগ আলী এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

ওসি আরো জানান, গাড়ির বাড়তি চাপ, মহাসড়কে ছোট বড় গর্ত ও টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল। এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত