রাজবাড়ীতে ‘কলা’ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৪:২৪

সাহস ডেস্ক

রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জিল্লুর রহমান শেখ (৩৭) নামে একজন ‘কলা’ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

১৮ অক্টোবর (বুধবার) রাতে জিল্লুর রহমানকে হত্যা করা হয়। নিহত জিল্লুর লক্ষ্মীপুর গ্রামের শেখ মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি চার  মেয়ে সন্তানের জনক।

রাজবাড়ী খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল কালাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার ভোরে পুলিশ  নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

নিহত জিল্লুরের স্ত্রী রুবি বেগম জানান, ‘বুধবার রাত ৮টার দিকে মোবাইলে ফোন পেয়ে আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। এরপর  তিনি আর বাড়িতে ফেরেননি। সারারাত তার মোবাইলে কল ঢুকলেও তা রিসিভ হয়নি। ভোরে স্থানীয় আলী’র মরিচ খেতের মধ্যে আমার  স্বামীর লাশ দেখতে পেয়ে প্রতিবেশী সিরাজ আমাদের খবর দেন।’

নিহতের বাবা শেখ মো. জয়নাল আবেদীন বলেন, ‘আমার ছেলের সুদের ব্যবসা ছিল। সুদের টাকা নিয়ে কারও সঙ্গে ঝামেলা হওয়ার কারণে হয়তো তাকে হত্যা করা হয়েছে।’

রাজবাড়ী খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল কালাম ভূঁইয়া বলেন,‘নিহতকে ধারালো অস্ত্র দিয়ে মাথার নিচে বামপাশে  কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের নেপথ্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
সাহস২৪.কম/শামিম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত