কুমিল্লায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৭, ১৬:৫২

সাহস ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

নিহতদের মধ্যে একজন কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের মনসুর আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু তাহের(৫২)। তিনি এক্সিম ব্যাংকের মনোহরপুর শাখার নিরাপত্তাকর্মী ছিলেন। অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিম জানান,  আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর শ্রীনিবাস এলাকায় রেলক্রসিংয়ে এসে মাইক্রেবাসটিকে ধাক্কা দেয়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ের ইনচার্জ স্বপন কান্তি বড়ুয়া বলেন, মাইক্রেবাসটি রেললাইনে থাকার সময় ট্রেন তাকে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়। ওই ক্রসিংয়ে রেলওয়ে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয় নি। 

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ওই রেলগেইটটি অরক্ষিত ছিল। সেখানে গেইটকিপার ছিল না। আন্তনগর পাহাড়িকা ট্রেনটি রেলগেইট অতিক্রমের কিছু আগে একটি মাইক্রাবাস রেললাইনে উঠে বিকল হয়ে পড়ে। এ সময় দ্রুতগামী ট্রেনটি বিকল গাড়িটিকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে অনেক দূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী নিহত এবং দুজন আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তারা।

এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু বলেন, কুমিল্লা-বরুড়া সড়কের যাত্রীরা ক্রসিংটি বিকল্প হিসেবে নিজ দায়িত্বে ব্যবহার করেন। এখানে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো লোক নিয়োগ দেয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত