ব্লগার নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৫ নভেম্বর

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ১৬:১২ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৭, ১৬:১৪

অনলাইন ডেস্ক

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

১৭ অক্টোবর (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন না আসায় বিচারক নতুন করে এই দিন ধার্য করেন।

মামলার অভিযোগ, গেল বছর ৭ আগস্ট দুপুর ১টায় রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা এই ব্লগারকে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টায় নিলয়ের স্ত্রী আশা মনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।