সিইসির পদত্যাগ চান কাদের সিদ্দিকী

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১৫:২৫

সাহস ডেস্ক

সিইসি কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিদ্দিকী বলেন, রবিবার (১৫অক্টোবর) সিইসি নুরুল হুদা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলে মন্তব্য করেন। একটি সাংবিধানিক পদের প্রধান হিসেবে তিনি এসব কথা বলতে পারেন না, তাই তিনি যদি তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে তার দল সিইসির পদত্যাগ দাবি করছে। সংলাপের শেষ দিকে কাদের সিদ্দিকীর নেতৃত্বে দলটি সংলাপ বয়কট করে বলেও জানান তিনি।

নির্বাচনে সেনা মোতায়েন এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে। ইসলামিক ফ্রন্টের সঙ্গে সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে জানান সিইসি।

কাদের সিদ্দিকী বলেন, সিইসির বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এ কারণে আমরা সংলাপ বয়কট করেছি। আমি তার পদত্যাগ দাবি করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত