রাবিতে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৭, ১৬:২৮

রাবি প্রতিনিধি

ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর করাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষককে শারীরিকভাবে নির্যাতনকারী ছাত্রের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

৯ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে মানববন্ধন শেষে বেলা ১২টার সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। 

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, সম্মানিত শিক্ষক হাছানাত আলীকে মারধর করার অনেকদিন অতিবাহিত হলেও বিচারের ব্যাপারে এখনও দৃশ্যমান কোন অগ্রগতি নেই। ভবিষ্যতে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য হামলাকারী ছাত্রের দ্রুত বিচার ও শাস্তি চাই।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষক অধ্যাপক ড. হাছানাত আলীকে নিজ চেম্বারে মারধর করে ওই  ইনস্টিটিউটের এমবিএ ডে ৯ম ব্যাচের (স্যান্ধ্যকালীন) শিক্ষার্থী নাহিদ হায়দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত