‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিটি শব্দ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে’

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬

সাহস ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘১৯৭২ সালের সংবিধানে উল্লেখ করা ছিল কিভাবে বিচারক নিয়োগসহ অপসারণ করা যাবে। কিন্তু ১৯৭৭ সালে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন। এ কারণেই সরকার ষোড়শ সংশোধনী করেছিল, বিচারপতিদের অসম্মান করার জন্য নয়।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিটি শব্দ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত রায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ না হয় ততক্ষণ আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করবো। ৭৯৯ পৃষ্টার রায়ে আমরা কী কী পয়েন্টে রিভিউ এবং এক্সপাঞ্জ চাইবো সেগুলো আগে আমাদের বুঝে নিতে হবে।’

আনিসুল হক বলেন, ‘আমরা রায়ের কপি নিচ্ছি না কথাটা সত্য নয়। আমরা এটা নেওয়ার প্রক্রিয়া করছি। শিগগিরই আমরা এটা নিয়ে নেবো।’

এর আগে মন্ত্রী রংপুর আদালত পাড়ায় এসে পৌঁছালে আইনজীবী, বিচারকসহ বিপুল সংখ্যক মানুষ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি রংপুর আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অ্যাডভোকেট, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসেনে আরা লুৎফা ডালিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত