রাবির প্রধান ফটকে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী রোডে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে বাসচাপায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এঘটনায় আরো দুইজন আহত হন।

নিহত মাহি বাবু রনির (২৫) বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম বুদপাড়ায়। তার বাবার নাম হাসেম আলী। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রনি প্রধান ফটকের সামনে একটি অটোরিক্সায় বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকার দিক থেকে আসা ফুলঝুড়ি নামের একটি পিকনিকের বাস অটোকে পেছন থেকে ধাক্কা দিলে রনি অটো থেকে ছিটকে পড়েন। বাসের চাকার নিচে পড়ে রনির মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের ধাক্কায় অটোচালক ও অন্য একটি রিক্সায় থাকা রাবির এক শিক্ষক আহত হন।

মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, রাবির মেইন গেটে সড়ক দুর্ঘটনায় একজনের নিহত হওয়ার কথা শুনেছি। সেখান থেকে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠিয়েছে। সড়ক দুর্ঘটনার জন্য কেউ দোষী থাকলে তদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত