শেরপুরে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩০

মুহাম্মদ আবু হেলাল

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরনা ইউনিয়নের ঢেউপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শহরের চৌরাস্তা মোড়ে বেলা সাড়ে ১১টা হতে ১২টা পর্যন্ত ওই ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকজন ও বাবেলাকোনা, চান্দাপাড়া, হারিয়াকোনা সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন পালন করে।

ছাত্রনেতা উন্নয়ন ম্রংয়ের নেতৃত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রনেতা আনসের দালবৎ, গারো ছাত্র সংগঠনের উপজেলা শাখার সভাপতি জীবন ম্রং, কাজল মারাক প্রমুখ।

বক্তারা ঢেউপা নদী থেকে বালু উত্তোলনে বালোকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়সহ এলাকার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনকে একটি স্মারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত