বন্যার্তদের পাশে দাঁড়ালেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

প্রকাশ : ২০ আগস্ট ২০১৭, ১৩:১৮

সাহস ডেস্ক

ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান দাঁড়ালেন বানভাসি মানুষের পাশে।

উত্তরাঞ্চল ছাড়িয়ে দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় ফরিদপুরের প্রায় দেড় শতাধিক গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। এই সব গ্রামের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। এমন অবস্থায় নিজের জেলার মানুষের পাশে দাঁড়ালেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান।

শনিবার দুপুরে তিনি ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের বেলেডাঙ্গী এলাকার অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, বিস্কুট এবং খাবার স্যালাইন।

ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান বলেন, নিজের বিবেকের তাড়নায় সরকারি ছুটির দিনে সামান্য খাবার নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

খাদ্যসামগ্রী বিতরণের সময় ছিলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেম, স্থানীয় ডিক্রীচর ইউনিয়নের সদস্য মো. পান্নু শেখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত