বাংলাদেশি আরও ৩ হজযাত্রীর মৃত্যু

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৭, ১৮:৫২

সাহস ডেস্ক

চলতি বছর হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরো তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন- আবদুস সামাদ (৬১), ফুল মিয়া মণ্ডল (৬৩) ও বাদশা হোসেন (৭৫)। 

স্থানীয় সময় ৬ ও ৭ আগস্ট (সোমবার) তাঁরা মারা যান। এ নিয়ে চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া সাত ব্যক্তি মারা গেলেন।

মক্কার হজ অফিসের হজ কনসাল মাকসুদুর রহমান জানান, বগুড়ার গাবতলী উপজেলার মো. আবদুস সামাদ পাসপোর্ট নম্বর- বিএন ০৯৮৯০২১, গাইবান্ধা সদর উপজেলার ফুল মিয়া মণ্ডল পাসপোর্ট নম্বর- বিএন ০৪৯১৬৫৭ এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাদশা হোসেন পাসপোর্ট নম্বর- বিএন ০৮৬৫৯০৯ এই তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং একজন ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মারা যান বলেও জানান মাকসুদুর রহমান।

এ বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। গতকাল সোমবার পর্যন্ত ৪৬ হাজার ৭৪৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত