ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিবি

প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৮:৫০

সাহস ডেস্ক

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাবেক নেতা, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী অ্যাড. ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে ৫৭ ধারায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

২২ জুলাই (শনিবার) এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম ৫৭ ধারাকে কালা কানুন আখ্যা দিয়ে বলেন, মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করার জন্যে এ ধারার যথেচ্ছাচার ব্যবহৃত হচ্ছে।

তারা বলেন ৫৭ ধারা কেবল অগণতান্ত্রিক নয় এটি নিপীড়নের হাতিয়ারে পরিণত হয়েছে। যারা বক্তব্য ও লেখনিতে অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে ৫৭ ধারার খড়গ।

সিপিবি নেতৃবৃন্দ বাক-ব্যক্তি স্বাধীনতা ও পাহাড়-সমতলের আদিবাসীদের অধিকারের পক্ষে সোচ্চার অ্যাড. ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাকে কোনো প্রকার হয়রানি না করার দাবি জানান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত