রবীন্দ্রনাথ বাঙালির পরম আশ্রয়: রাষ্ট্রপতি

প্রকাশ : ০৮ মে ২০১৭, ১৭:৩০

সাহস ডেস্ক

রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, জীবনের আনন্দ-বেদনা, আশা-নিরাশা, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে রবীন্দ্রনাথ বাঙালির পরম আশ্রয়ের কবি। আজ সোমবার (৮ মে) পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর পতিসরে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন,‘রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কবি ছিলেন। তার কাছে জাতি, ধর্মের ঊর্ধ্বে মানুষের পরিচয়ই বেশি। তার হাত ধরে বাংলা ভাষা, সংস্কৃতি বিশ্ব দরবারে সম্মান লাভ করেছে বলে আমরা গর্ববোধ করি’। 

মোহাম্মদ আব্দুল হামিদ আরও বলেন, ‘রবীন্দ্রনাথ সেই ব্যক্তি যিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা ভাষাকে পরিচিত করেছিলেন। আমরা তার কাছে ঋণী।’

বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তো তারই সৃষ্টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘স্বদেশপ্রেম, মানবতাবোধ, বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় তার লেখা প্রেরণার উৎস হয়ে রয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত