হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় আটক ১

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৭, ১২:০২

সাহস ডেস্ক

ঢাকায় অস্ট্রোলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে তৌসিফ হোসেনকে আটক করা হয়। তাকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই ঘটনায় থানায় জিডি হয়। পরে জিডির তদন্ত করতে গিয়ে তৌসিফকে আটক করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ‘ই-মেইল বার্তায় গুলশান-২ এ অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এ কারণে হাইকমিশনের নিরাপত্তা আগের থেকে জোরদার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত