সাতক্ষীরায় বিচারকের কক্ষ ভাংচুর মামলায় ১৫ আইনজীবীর কারাদণ্ড

প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১৪:৩৪

বরুণ ব্যানার্জী

সাতক্ষীরায় বিচারকের কক্ষ ভাংচুর মামলায় ১৫ আইনজীবীর ২ বছর ৬ মাসের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন বিচারক হাবিবুল্লাহ মাহমুদ। এছাড়া দুই আইনজীবীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে এ রায় প্রদান করেন বিচারক। জোয়ার্দার মোঃ আমিরুল ইসলাম জেলা দায়রা জর্জ বেলা সাড়ে ৫টায় তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে বেলা সাড়ে ৪টার দিকে নিন্ম আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ তাদের সাজা প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আইনজীবীরা হলেন, অ্যাড. শাহ আলম, তোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান দিলু, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, অসীম কুমার, মিজানুর রহমান, আকবর হোসেন, আব্দুস সালাম, শেখ তোহা কামাল হিরা, আনিসুর রহমান প্রমুখ।

একই মামলায় আইনজীবী সাইফুল ইসলাম ও সায়েদকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
২০১৩ সালের নারী শিশু বিচারক ফখরুদ্দীন বাদী হয়ে বিচারকের কক্ষে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলাটি দায়ের করেন। সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী পরিমল কুমার মন্ডল ঘটনাটি নিশ্চিত করেছেন।

বর্তমানে কোর্টে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা সহ ফোর্স উপস্থিত রয়েছেন। জামিনের পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত