রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪০

সাহস ডেস্ক

জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৪টায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঢাকা মহানগরের উদ্যোগে সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির ঢাকা মহানগর সমন্বয়কারী জুলফিকার আলীর সভাপতিত্বে ও আকবর খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, খান আসাদুজ্জামান মাসুম, অনুপ কুন্ড, সাইফুল জামান সাকন, গোলাম মোস্তফা, সুজন বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচী সফল করার আহবান জানান।
 
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী জার্মানীর মিউনিখে যথার্থই বলেছেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ করতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। আমরা তাই বলি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের সবচাইতে বড় অবলম্বন সুন্দরবন। ৫ কোটি মানুষের জীবন রক্ষা করে সুন্দর বন, বাংলাদেশকে রক্ষা করে এই সুন্দরবন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সুন্দরবন বিনাশী সব বাণিজ্যিক তৎপরতা তাই বাংলাদেশকে অরক্ষিত করবে। দমন পীড়ন, ভয়ভীতি ও মিথ্যাচার করে বাংলাদেশ ধ্বংসী এই প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।

বক্তারা আরো বলেন, বিদ্যুৎ উৎপাদনের আরো পথ আছে। কিন্তু সুন্দরবন ধ্বংস হলে তা ফিরে পাবার আর পথ নেই। রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও বিদ্যুৎ সঙ্কটের সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে ও সুন্দরবনকে বাঁচাতে জাতীয় ঐক্য গড়ে তুলুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত