কুনিও হোশি হত্যার রায় ২৮ ফেব্রুয়ারি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৫

সাহস ডেস্ক

কুনিও হোশি হত্যা মামলায় রায় আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। 

আজ ১৯ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, রংপুর চাঞ্চল্যকর জাপানী নাগরিক কুনিও হোশি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ গত ১৮ জানুয়ারি বুধবার বিশেষ জজ নরেশ চন্দ্রের আদালতে শুরু হয়।

প্রায় নয় মাস তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী গত ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। তাতে আটজনকে আসামি করা হয় এবং গ্রেপ্তার ছয়জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, প্রতিদিনের ন্যায় ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার কোয়েল ঘাষের খামার বাড়িতে যাওয়ার পথে ৩ জঙ্গি তাকে গুলি করে। কুনিও হোশিকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা। মোটর সাইকেলে তারা তিনজন ছিলেন। গুলি করার পর মোটর সাইকেলে করে তারা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর দায় স্বীকার করলেও সরকার তা নাকচ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত