বরগুনায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১০

সাহস ডেস্ক

বরগুনা জেলা প্রশাসনের হস্তুক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

বৃহষ্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মুচলেকা দিয়ে এ বিয়ে বন্ধ করা হয়। 

বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তীতে জানতে পারি, দশম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের অভিভাবক তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের আয়োজন করেন। এ সময় পুলিশ নিয়ে শাহাদাত হোসেনের বাসায় হাজির হয়ে বিয়ে বন্ধ করা হয়।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে তানজিলার বাবা শাহাদাত হোসেন মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না মর্মে এক মুচলেকা দেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত