এমপি লিটন হত্যা মামলায় ২ আসামির রিমান্ড মঞ্জুর

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫৮

ফরহাদ আকন্দ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আশরাফুল ইসলাম (২৬) ও তার সহযোগী জহিরুল ইসলামের (২৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৫ জানুয়ারি) সকাল পৌনে ১২টার দিকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সুন্দরগঞ্জ) মইনুল হাসান ইউসুব তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজী ইউনূস আলীর ছেলে আশরাফুল ইসলাম। এছাড়া জহিরুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অর্থজোগানদাতা হাজী ফরিদের ছেলে। তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামে।

এর আগে, ১১ ডিসেম্বর ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১। এরপর ১৩ জানুয়ারি ভোর রাতে তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পরে বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। কোর্টে পুলিশের পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জামায়াত-শিবির ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ অন্তত ৬৫ জনকে পুলিশ আটক করেছে। এরমধ্যে ৮ আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত