সংখ্যালঘু সম-অধিকার প্রতিষ্ঠায় এক মঞ্চে সব দলের ঐক্যমত

প্রকাশ : ১৪ মে ২০১৬, ১৮:৪১

সাহস ডেস্ক

সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একমত পোষণ করেছেন। একই সাথে সংখ্যালঘু নির্যাতন বন্ধে শন্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি এসেছে। পাশাপাশি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি করেছেন নেতৃবৃন্দ।

শনিবার (মে ১৪) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় সংলাপে এই মত দেন বক্তারা।

১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ১১ দলের সমন্বয়ক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিশিষ্ট ব্যক্তিত্ব সুলতানা কামাল, কামাল লোহানী, মেজবা কামাল, শাহরিয়ার কবির, জাফরুল্লাহ চৌধুরী সংলাপে বক্তব্য রাখেন।
রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেন গুপ্ত, দিলীপ বড়ুয়া,  মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, শিরিন আক্তার, মাহবুবুর রহমান সংলাপে উপস্থিত আছেন।

ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর সাত দফা দাবিতে জাতীয় সংলাপের সঞ্চালনা করছেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত