মিয়ানমারের ৫৫ নাগরিককে ফেরৎ, বিদেশী মদ জব্দ

প্রকাশ : ১৩ মে ২০১৬, ১৪:৪৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৫৫ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উখিয়ার পার্শ্ববতী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও ঘুমধুম বিওপি সদস্যরা শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব মিয়ানমার নাগরিককে আটক করেন। মানবিক সহায়তা দিয়ে দুপুরে তাদেরকে একই সীমান্ত দিয়ে আবারো স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। অপর এক অভিযানে তুমব্রু বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশী মদ জব্দ করেছে।

কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের বেতবুনিয়া বাজার ও পশ্চিমকূল এলাকায় বিজিবির সদস্যরা টহলদানকালে ৫৫ জন রোহিঙ্গাকে আটক করেন। আটকদের মাঝে ৩৫ জন পুরুষ ২০ জন নারী ছিলেন। আটককৃতদের মানবিক সেবা দিয়ে দুপুরে স্বদেশে ফেরৎ পাঠানো হয়েছে।

চলিত মাসে এ পর্যন্ত ৩৫৫ জন মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) কে সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরৎ পাঠানো হয় বলে উল্লেখ করেন তিনি।

অপরদিকে, ভোররাতে তুমব্রু বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে টহলদল পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাজুবুনিয়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল কান্ট্রিড্রাইজিন মদ জব্দ করে। জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা। এসব মাদক ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে বলে উল্লেখ করেন লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত