ঈশ্বরের আটাকাদেশ চেয়ে আবেদন

প্রকাশ : ০৭ মে ২০১৬, ১২:১৮

সাহস ডেস্ক

ঈশ্বরের আটক চান এক ইসরায়েলি ব্যক্তি। তার দাবি বছরের পর বছর তার ওপর ঈশ্বর অন্যায় করে আসছে এবং এ ব্যাপারে পুলিশও কিছু করতে পারছে না। এ আবেদনে আদালতের শরণাপন্নও হয়েছেন তিনি।

শনিবার (৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডেভিড শোশান নামে ব্যক্তিটি উত্তর ইসরায়েলের বন্দর নগরী হাইফার বাসিন্দা।

আদালতে তার আর্জিতে শোশান জানিয়েছেন, ঈশ্বর তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করে আসছেন। তবে এ আচরণের বিস্তারিত বিবরণ তিনি দেননি। 

শোশান আরোও দাবি করেন, ঈশ্বরের এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার পেতে তিনি বেশ কয়েকবার পুলিশকে ফোন করেছিলেন। ১০ বার পুলিশ তার বাসায়ও গিয়েছিলো। তবে এ ধরণের পদক্ষেপে কোনো ফায়দা হয়নি। তাই পুলিশ তাকে আদালতের কাছ থেকে ঈশ্বরের বিরুদ্ধে আটকাদেশ চাওয়ার পরামর্শ দিয়েছে। 

আদালত অবশ্য শোশানের আবেদন বাতিল করে দিয়েছে। 

বিচারক আহসান কানান বলেছেন, এ আবেদন বিভ্রান্তিমূলক। তিনি আবেদনকারীকে আদালতের বাইরে অন্য কোনো সূত্র থেকে সহযোগিতা চাওয়ার পরামর্শ দিয়েছেন। 

এ বিষয়ে জানতে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানানো হয় প্রতিবেদনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত