হাতীবান্ধায় গরুর মাংসে ‘আল্লাহ’ দেখতে বান্দাদের উপচে পড়া ভিড়

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৮

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কোরবানির গরুর মাংসে ‘আল্লাহ’ লেখা পাওয়া গিয়েছে।

১১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী গ্রামের কানিপাড়া এলাকার আব্দুল আজিজের বাড়িতে ওই মাংসের সন্ধান পাওয়া যায়। মাংসের টুকরোটি এক নজর দেখার জন্য তার বাড়িতে এলাকার মানুষ ভিড় করেন।

আব্দুল আজিজের স্ত্রী মমতা বেগম জানান, সোমবার সন্ধ্যায় ফ্রিজ থেকে কোরবানির গরুর মাংস বের করে রান্না করতে গেলে একটি মাংসের টুকরোতে ‘আল্লাহ’ লেখাটি দেখা যায়। বিষয়টি দেখে বাড়ির লোকজন বিস্মিত হয়। পরে এলাকাবাসীকে জানালে হাজারো জনতা ওই মাংসের টুকরো দেখার জন্য সন্ধ্যা থেকে ভিড় জমাতে থাকে।

স্থানীয় পুর্ব সারডুবী মসজিদের ইমান মৌলভী রোকন আলী বলেন, ‘আল্লাহ’ লেখাটি ঠিক আছে। লোকজন দেখার পর আমি ওই মাংসের টুকরোটি পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে পুতে রাখতে বলেছি।

বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য মাসুম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।