পঞ্চগড়ে আম ও লিচুর বাম্পার ফলন

প্রকাশ : ১৩ মে ২০১৮, ১৭:৪৯

সাহস ডেস্ক

পঞ্চগড় জেলায় এবার আম ও লিচুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা গতবারের চেয়ে এবার অধিক লাভের আশা করছেন। তারা এখন বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন।

প্রতি বছর এ উপজেলার আম ও লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়ে থাকে। জেলার বিভিন্ন এলাকা জুড়ে আম ও লিচুর বাগান রয়েছে। এ উপজেলার আম ও লিচু অনেকটা সু-স্বাদু, রসালো ও উন্নত মানের। এ এলাকার আম ও লিচুর গুণগত মান ভালো হওয়ায় চাহিদা রয়েছে দেশ জুড়ে। জেলার সাতখামার, চন্দনবাড়ি, সাকোয়া, মাড়েয়া, ময়দানদিঘী, বড়শশী কালিয়াগঞ্জ, ঝলইশালশিরি, পাঁচপীরসহ আশপাশের গ্রামে দেশের উৎকৃষ্টমানের আম ও লিচু উৎপাদন হয়ে থাকে। এছাড়া উপজেলার প্রায় বাসা-বাড়ির পতিত জমিতে ও আশপাশের জমিতে আম ও লিচুর গাছ রোপণ করে থাকে বাগান প্রেমীরা।

জেলায় প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে ছোট-বড় মিলে প্রায় ১ হাজার ৫৫০ এর অধিক আম ও লিচুর বাগান রয়েছে। বেদানা, চায়না-থ্রি, বোম্বাই, মাদ্রাজী, চায়না-টু ও কাঁঠালি জাতের লিচু এবং সূর্যাপুরী আম, হারিভাঙ্গা, কলম, লেঙ্গরা, আমরুপালী ও ক্ষীরসা সহ বিভিন্ন আমের ফলন ভালো হয় এ অঞ্চলে। পঞ্চগড় জেলার সবচেয়ে বেশি আম ও লিচুর বাম্পার ফলন হওয়ায় এখানকার মানুষ এবার খুবই খুশি। কিন্তুএ জেলায় আম ও লিচু গবেষণাগার এবং সংরক্ষণের জন্য কোন হিমাগার না থাকায় প্রতি বছর আম ও লিচু পঁচে নষ্ট হয়। ফলে স্বল্প সময়ের এ মৌসুমী ফল সংরক্ষণের অভাবে বাগান মালিকদের কাছ থেকে সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারিত মূল্যের চেয়ে স্বল্প মূল্যে ক্রয় করেন সুবিধাভোগী ব্যবসায়ীরা। ফলে আম ও লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই পঞ্চগড় জেলায় একটি আম ও লিচু সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি জানিয়েছে এ এলাকার চাষিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত