ইউরিয়া সার খেয়ে বন্য হাতির মৃত্যু

প্রকাশ : ১২ আগস্ট ২০১৭, ১৭:০৭

শাকিল মুরাদ

শেরপুরের শ্রীবরদীর সীমান্ত গ্রামে ইউরিয়া সার খেয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে উপজেলার রানীশিমূল ইউনিয়নের হালুহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভির রাতে এক দল হাতি গ্রামে প্রবেশ করে। এক ব্যক্তি হাতির পায়ে পৃষ্ট হয়ে নিহত হন। আহত হন একই পরিবারের আরো দু’জন।

শুক্রবার রাতে বন্যহাতির দল হালুহাটি গ্রামে মাজেদের ঘরে রাখা এক বস্তা ইউরিয়া সার খেয়ে ফেলে। শনিবার ভোরে ওই ঘরের পাশে হাতিটির মৃত্যু হয়।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলার ভ্যাটেনারি সার্জন ডা. হাসান মাহমুদ জানান, প্রাথমিকভাবে হাতির মৃত্যু কারণ হিসেবে ফুড পয়জনিং ধারনা করা হলেও ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, বন বিভাগের বলিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম, শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে হাতি’র মৃতদেহ প্রর্দশন এবং ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করেছেন।

জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিদ্যুতায়িত এবং অসুস্থ হয়ে বেশ কয়েকটি হাতির মৃত্যু থবর পাওয়া গেলেও এবারই প্রথম বিষক্রিয়ায় হাতির মৃত্যু হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত