বাংলাদেশিকে মালয়েশিয়া পুলিশের থাপ্পড়, সাময়িকভাবে বহিষ্কার

প্রকাশ | ০৪ জুন ২০১৮, ১১:৩৯

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার জোহর প্রদেশে এক বাংলাদেশি যুবককে থাপ্পড় মারার ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গত ৩০ মে (শনিবার) সকাল ৯টার দিকে প্রদেশের উইসমা পারসেকুতুয়ান এলাকার ইমিগ্রেশন অফিসে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি তরুণের মাথায় আঘাত করছেন ওই ইমিগ্রেশন কর্মকর্তা এবং তার হাত জোর করে স্ক্যানারে রাখছেন।

এই ব্যাপারে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক রোহাইজি বাহারি জানান, এ ঘটনার পর আমরা ওই কর্মকর্তাকে ফ্রন্ট ডেস্ক থেকে সরিয়ে দিয়েছি। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ইমিগ্রেশন বিভাগের অন্য এক কর্মকর্তা মুস্তাফা আলী বলেন, এই কর্মকাণ্ডের ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমরা তাকে বরখাস্ত বা চাকরিচ্যুত করার কথা ভাবব। সরকারি চাকুরে শৃঙ্খলাবিধি  ২০০২ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সাহস২৪.কম/রনি/আল মনসুর