সৌদিতে নিহত নজরুলের লাশ ফেরত চায় পরিবার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৩

তপু আহম্মেদ

সৌদি আরবের জেদ্দায় ‘আল সমিজ সুভার’ নামে একটি দোকানে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নজরুল ইসলামের লাশ দ্রুত দেশে ফেরত চায় তার পরিবার। নজরুলের নিহতের খবর শোনার পর থেকে ওই পরিবারে শুধুই আহাজারি চলছে।

নজরুল ইসলাম টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া হাসনগঞ্জ গ্রামের আ. মালেক মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে সংসারের অভাব দূর করতে সৌদি আরব পাড়ি জমায় নজরুল। প্রতিদিনের মতোই গত ১০ সেপ্টেম্বর সৌদি আরবের ‘আল সমিজ সুভার’ দোকানে নজরুল কাজ করতে যায়। ওই দোকানে বিদ্যুতের লাইন থেকে হঠাৎ আগুন লেগে নজরুলের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। পরে দীর্ঘ ৭ দিন সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে ১৭ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় নজরুল মারা যায়।

পারিবারিক সূত্র জানায়, ৬ বছর আগে উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমায় নজরুল ইসলাম। গত দেড় বছর আগে ছুটিতে এসে তিনি বিয়ে করেন।

সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, এ ব্যাপারে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তথ্য পেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে লাশ আনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত