বাংলাদেশের ভূয়সী প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

প্রকাশ : ২১ জুন ২০১৭, ১৬:২৩

সাহস ডেস্ক

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক। 

সাক্ষাৎকালে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অসামান্য অগ্রগতি বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি সব সময় বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার লড়াইয়ে প্রথম সারিতে দেখতে চান। এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতেও বাংলাদেশকে সামনের কাতারে আশা করেন তিনি।  

ঢাকায় প্রাপ্ত এক খবরে ২০ জুন (মঙ্গলবার) এ তথ্য জানা গেছে।

মহাসচিব গুতেরেজ শান্তিরক্ষা ও শান্তিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন সাধারণ পরিষদের সময় অনুষ্ঠিতব্য ‘সার্কেল অব লিডার’ বৈঠকে আমন্ত্রণ জানানো হবে বলে মহাসচিব উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত